ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.

মোহনা

এই হাজারো সাগরো ভিরে
সহস্র নদীর তীরে
পড়ন্ত শেষ বিকেলে
পল্লব ভূমির দূরে
কল্পিত কায়ার মাঝে
ছন্দিত মায়ার সুরে
বিনিদ্র আখিঁর পলে
অন্তিম রাঙ্গা জলে
খুঁজে ফিরি তোমায়
তুমি যে বেঁধেছ মোরে
অচিন মোহনায়!!!

শত অনিশ্চয়তার মাঝে
চমকিত নীলাভ সাঁঝে
চাহি্নু অদূ্রেতে
কর্ণে মৃদু ঝংকার বাজে
অমৃত সুধার খোঁজে
হেটেছিনু বহু পথ
ছন্দের অন্তরালে
ভয়ঙ্কর শাপদ

খুঁজিয়া পাইতে তারে
হারাইনি কখনো যারে
সে যে ধরা দিলোনা মোরে
তবুও প্রবল শোরে
আমি খুঁজে ফিরি তারে
মোহনায় যে বেধেঁছে আমায়
অসীম আধাঁরে।

কত নিষঠুর এ মন
কাটে না জীবন
পড় যে স্মরণে
যাতনায় অবগাহন
মনেরী আধাঁরে
নিশ্চল কুটিরে
শোণিত বায়ু বয়
তাহারই মাঝে
কল্পিত স্মরে
কে যেন কি কয়!!

শুনিতে তাহা
কাটে যে বেলা
মনেরী মাঝে সে
করে যে খেলা
সুপ্ত মনির মুক্তো মালা
পড়ে যে গলে
দিবারাত্রি তাতে
আগুন জলে
এই ঝড়েরই মাঝে
মন যে কারে চায়
সে যে বেধেঁছে মোরে
অচিন মোহনায়।।

স্বপ্নদেশের রাজকন্যা তুমি...


স্বপ্নদেশের রাজকন্যা তুমি
আমার কাব্যের মূর্ছনা।
কাল্পনিক সুখগুলোর হবে
নতুন করে সুচনা।
যদিও কাল্পনিক তুমি
জানি তোমায় পাবনা।

srejan

আজ আকাশের বুকে বিশাল এক শূণ্যতা...

আজ আকাশের বুকে বিশাল এক শূণ্যতা
তারা নেই, চাঁদও নাই
নেই কোন আলোর খেলা
বাদুর চিলেরও মেলা
রাগে কষ্টে করছে গর্জন
আবার ঝরছে অঝোর অশ্রু
শুরু কি হলো আবারও শ্রাবণ।

Shamim Ahmed Bablu

তুমি, আমি, আমরা

কথপকথনের সূত্র ধরে এগুলাম-
প্রথমে কিছু আলাপন-
কিছুক্ষণ নিরবতা;
এইতো চলছে...
জীবন যাপন, কোন মানে নেই
ভাঙ্গা স্বপ্ন... ঝুলছে, মাকরশা জালের মত
একটু হাসি, ব্যাঙ্গাত্মক?
না না, এক-ই পথ, ভিন্ন পথিক।
কি হলো? নাহ থাক!
যেমন যাচ্ছে যাক না।
রঙ্গীন বাতি, মরিচিকা ...
তাই হবে, আচ্ছা ছাড়ো;
কেমন আছো?
তুমি, আমি, আমরা.....
বেঁচে আছি.....

তোমার চোখ এতো লাল কেন


আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক। আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক:
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সংঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি।

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা
খুলে দিক। কেউ আমাকে কিছু খেতে বলুক।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক: 'তোমার চোখ এতো লাল কেন?'


নির্মুলেন্দু গুণ

আজ নেই কোন পিছুটান

আজ নেই কোন পিছুটান
আছে আকাশছোয়া অধরা স্বপ্ন
ধারন করে আমি বেঁচে আছি এখনো
হেটে চলি আনমনে,অস্তিত্ব রক্ষার প্রয়োজনে
নেই কোন অবকাশ,ফিরে তাকানোর
জানি এ পথের মিলবেনা প্রান্ত
জানি এ পথের হবে না অন্ত
তবু ছুটে চলি,নিজের ছায়া যতদিন রবে
অনেকেই ছেড়ে গেছে আমায়,যাবে
তবু থামার অবকাশ নেই,চলতেই হবে
আমার এ পথ চলাতেই আনন্দ
আমার নিসঙ্গতা,একাকী পথচলা
ঘৃণা
জীবন যন্ত্রনায়,নিরব আমি
কোলাহল এই পৃথিবীতে
জীবনের সংজ্ঞা
দৃষ্টি যত দূর যায়...

Burning N Learning

হৃদয়ে এমন কিছু থাকে দাগ

হৃদয়ে এমন কিছু থাকে দাগ
চাইলেই কি বল মুছে ফেলা যায়?
পেছনের পথ ছেড়ে দূরে চাইলেই কি
মন থেকে দূরে চলে যাওয়া যায়?
ভালবেসে কখনো বলনা বিদায়
তুমি ভালবেসে কখনো বলনা বিদায়।।
Related Posts with Thumbnails