ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.

যদি কখনো পারো...


যদি কখনো পারো, আমাকে ভুলে যেও
আমি জানি, ভালোবাসা কখনো মরে না
তবে, শীতের পাতা ঝরার মতই তা ঝরে যায়
কোন একদিন।
অনুভবটুকু আর কাদায় না
চোখের জলে মেশানো থাকে না আক্ষেপ,
না পাওয়ার কষ্ট।

তাই ভুলে যেও, এক শিশির ভেজা সকালের মত
নতুন করে ভালোবাসার আশায়। 


ঘাসফুল

চাই না তোমাকে...

না না তোমাকে আমার চাই না !
সরে দাড়াও এ পথ থেকে
হাটব আমি এ অন্তহীন পথ
হারিয়ে যাবো কোন অস্পৃশ্য মায়ায় ।
এ হারিয়ে যাওয়ার সঙ্গি ভেবে
তোমাকে আর চাই না ।
তোমাকে সত্যিই আর ভাবি না
তোমার অনামিকা স্পর্শ করতে চাই না।
আমার এই একাকিত্বতা উপভোগ্য
তুমি নও আমার যোগ্য ।
তোমাকে সত্যিই আর চাই না
মিনতি করনা আর
তুমি আর নেই এখন আমার ।

 
copyright©srejan

আধার...

এটা একটা কঠিন সত্য
অন্ধকারে তুমি হারাবে পথ ,
যেখানে তোমার পিছু নিবে না কেউ
এমনকি তোমার নিজের ছায়া ।
ভেসে যাওয়া এক অনূভুতি
অবশ , নির্জীব
মৃত্যুর কাছাকাছি ।
অন্ধকারে তোমাকে কেউ কিছ বলবে না
তামাশা ভরা দৃষ্টি নিয়ে কেউ তাকাবে না...
আলোর জগত্ এর স্বার্থপর , লোভী মানুষরা এখানে আসবে না কখনও
হারিয়ে যাওয়ার পথে কোন বাধা আসবে না ।
আমার শিরায় রক্তকণিকায়
অন্ধকার ঘন কালো
আলোকে দেখলে এখন চমকে উঠি
থাক না এই আঁধার
আলোয় ফিরে আসতে চাই না
আর প্রত্যাবর্তন হবে না এ আলোর জগতে ...

copyright © srejan

তোমার জন্য


যদি হতে পারতাম ওই আকাশের মত-
ভালবেসে
বৃষ্টি হতাম আমি,
তোমার পায়ের নিচে ঘাসের ফাকে;
ঘাসফুলগুলো
বেদনা হয়ে
জানাতো আমার ভালোবাসা।
ভোরের স্নিগ্ধতায় ধুয়ে দিতাম;
তোমায় প্রতিদিনের কোন নির্মল ভাললাগায়-
যদি হতাম কোন প্রজাপতি;
উড়ে যেতাম তোমার কার্নিশে,
তোমার চুলের ফাকে যে রোদ্রুর হাসত
তাই ছুয়ে হতাম আমি ধন্য।


ঘাসফুল

কি হবে

কি হবে কবিতা লিখে পৃষ্ঠার পর পৃষ্ঠা?
কি হবে খবরের কাগজে, বিকৃত রুচির প্রতিবাদ করে?
কি হবে আধুনিক শিক্ষায় নিজেদের শিক্ষিত করে?
হবে না পরিবর্তন আমাদের,
হবে না পরিবর্তন এই জাতির।
জেগে উঠবে না আমাদের মূল্যবোধ,
দিন ফুরোলে নতুন করে হবে ষড়যন্ত্র;
হবে আবারো কারো মুন্ডপাত
হবে আবারো কোন নারী নির্যাতিত।
কবিতাগুলো আজ শুধুই কবিতা।
কাগজের ভাঁজে ভাঁজে হারিয়ে যায় সব
কালিগুলো শুধু হচ্ছে অপচয়
শিক্ষা, আজ দেয়ালে টাঙ্গানো সুদৃশ্য ফ্রেমে বন্দী।
স্পনেরা আজ মৃত, পরাজিত,
ঘৃণা আর লজ্জাই আজ আমাদের অলঙ্কার।
কে জাগাবে আমাদের?
বলতে পার কি কেউ?
বলতে পার, কি হয় কবিতায়-
খবরের কাগজে, শিক্ষায়?!
যদি মূল্যবোধ না-ই জাগে আমাদের।

ঘাসফুল, ২০০৮

এই খোকা...

এই খোকা;
উঠে পর শিঘ্রী ভোর হল যে,
স্কুলে যেতে হবে, হাত মুখ ধুয়ে নে।
মন দিয়ে পড়বি সোনা;
খেয়ালের বশে করবি না দুষ্টমিটা-
তুই অনেক বড় হবি;
দেশের তরে হবি, এক সূর্যসেনা।
এই খোকা;
মাকে কি মনে পড়ে না তোর?
থাকিস যে তুই সাত সমুদ্রের পর-
জানি তুই অনেক বড় হবি;
মায়ের কথা, খোকা কি ফেলতে পারে?
এই খোকা;
তুই আসবি ফিরে কবে?
এই দু:খিনী মায়ের কোলে।
আচল দিয়ে মোছাবো মুখ;
কোলে নিয়ে ঘুম পাড়াবো-
চাঁদ মামা মিষ্টি গানের সুরে।
খোকা-
কলমের লিখায় মন যে ভরে না আর
বড্ড দেখতে ইচ্ছে হয় যে তোকে;
আয়না একবার ছুটে আমার কাছে,
দেখবো সোনা, তোকে প্রাণটি ভরে।
কতদিন হলো চিঠি আসেনা ভোর;
অপেক্ষায় দিন চলে যায়,
মা ডাক শুনবো বলে-
হয় যে মন আকুল-
খোকা, মাকে কি মনে পড়ে না তোর?
এই খোকা,
ভুলিস না যেন নিজের যত্ন নিতে;
অসুখ বাধাস না যেন আবার হেঁয়ালি করে।
মন দিয়ে পড়বি সোনা-
খাবার খেতে ভুলিস না যেন,
একটু সময় করে।
আজ তবে রাখছি;
অনেক চুমু দিয়ে, আমার খোকার গালে;
ভুলিস না তুই লিখতে চিঠি-
তোর দু:খিনী মায়ের তরে।

ঘাসফুল, ২০০৭

আবার আসিলাম ফিরে...

বাসায় কম্পিউটার ছিল না। তাই কবিতা/এস.এম.এস নিয়মিত পোস্ট করতে পারি নাই। এখন আবার নতুন কম্পিউটার কিনলাম। ইনশাআল্লাহ আবার আগের মত আপনার পাঠানো কবিতা/এস.এম.এস নিয়মিত পোস্ট হবে। আপনাদের সহযোগীতা কামনায়-


নাজমুল হাসান (লানজু)

আজো কি শ্রাবণের চোখ মেঘ এ ডাকে

আজো কি শ্রাবণের চোখ মেঘ এ ডাকে,
যা তোমাকে আমার কাছে ডাকে;
আজো কি কুয়াশার মাঝে আনন্দ লুকিয়ে থাকে,
যা আমাকে তোমার মাঝে রাখে।


Ikra Islam

তোমায় দেখার পর থেকে,মনে লাগছে গিট্টু

তোমায় দেখার পর থেকে, মনে লাগছে গিট্টু।
তোমার কাছে চাইছি তাই, প্রেম দাও একটু ।

χΧ ÐestructivÈ SrejAn χΧ

আমিও চাই তোমাকে.....

আমিও চাই তোমাকে, তুমিও চাও আমাকে ।
দুজনেরই কিছু বলা হয় না , প্রেমটা পরে থাকে ।



χΧ ÐestructivÈ SrejAn χΧ

Related Posts with Thumbnails