ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.

''ইচ্ছে ছিলো''

ইচ্ছে ছিলো তোমাকে সম্রাজ্ঞী করে সম্রাজ্য বাড়াবো,
ইচ্ছে ছিলো তোমাকেই সুখের পতাকা করে,
শান্তির কপোত করে হদয়ে উড়াবো;
ইচ্ছে ছিলো নদীর বক্ষথেকে জলের শব্দ তুলে রাখবো তোমার দুই লাজুক চক্ষুতে;
জন্মাবধি তোমার শীতল চোখ তাপ দেবে আমার দুচোখে,
ইচ্ছে ছিলো রাজা হবো,
তোমাকে সম্রাজ্ঞী করে সম্রাজ্য বারাবো;
আজ দেখি, রাজ্য আছে, রাজা আছে, ইচ্ছে আছে, শুধু তুমি অন্য ঘরে।

রেজাউল করিম বাবু

**নিস্বঃঙ্গতার আর্তনাদ**

হে ঐশ্বর্যময়ী'' আমাকে মমতা দাও, কিঞ্চিত বিশ্বাস দাও,
প্রেম দাও, স্পর্শ দাও, শুদ্ধতম ভালবাসা দাও।
এ বিদ্ধস্ত নগরে আমি বড় একা।
অবিশ্বাস আর প্রতারনা বুকে চেপে, আহত শোকার্ত দেহ নিয়ে বড় নিস্বঃঙ্গ আটকা পরে আছি।।
''হে পরম পুন্যবতী'' নুন্যতম আশ্বাস শুদ্ধতা যদি দাও,
কিঞ্চিত বিশ্বাস ভালবাসা যদি দাও, দুঃস্বপ্নের অন্তহীন অন্ধকার থেকে,
এই পঙ্গু, সদাসন্ত্রস্ত অস্থির জনপদ থেকে, তোমাকে নির্ভুল উদ্ধার আশ্রয় দেবো,
নিরাপত্তা দেবো, স্বস্থি দেবো, স্বপ্ন দেবো, স্বপ্নময় ভবিষ্যত দেবো,
দেবো স্বাশ্থবান শিশু, অনন্ত সাহস,।।

রেজাউল করিম (বাবু)

কি দেবার আছে, আর কি নেবে?

আমার কি দেবার আছে;
কিছু নেই, শুধু আছে এই দেহ...
দেহ নয় মরুভুমি, সাড়ে তিন হাত
তোমার কি নেবার আছে, আর কি নেবে?
এক মুঠো প্রেম ছিলো, কেড়ে নিলে।
কেড়ে নিলে হদয়ের গহন থেকে ভালবাসা, খামচিয়ে ছিঁড়ে নিলে চোখের রেটিনা।।

রেজাউল করিম (বাবু)

*** সেই দিন ***

সেই দিন তুমি এলে,
স্বপ্ন দিয়ে ভরিয়ে দিলে আমার হৃদয়,
অতল ঢেউ এর মত জাগিয়ে তুললে আমার অস্তিত্বকে,
রংধনুর সাত রঙে রাঙিয়ে দিলে আমার মনুষত্ব্য
চাঁদের আলোয় আলোকিত করলে আমার আত্মা,
শীতল হয়ে ছুঁয়ে দিলে আমার এ দেহ,
বৃষ্টির পানিতে ভিজিয়ে দিলে আমার ভাবনা
সেই দিন আর নাই,
তুমিও নাই, কিছুই নাই ...

ভালবাসি একথা বলছি না...

ভালবাসি একথা বলছি না,
তুমি আমায় সে অধিকার দাওনি,
আমার ইচ্ছেগুলোকে তোমার সাথে মিলাও,
এটাও চাইছি না।।
কেননা আমার ইচ্ছেগুলো তোমার থেকে বহুদূরে।
বলছি না-
তোমার হাসি কান্না সব আমার জন্য রেখো।
কারণ তুমি হয়ে তোমার মাঝে আমি মিশে যেতে পারিনি।।

কেউ কারো জন্য থেকে যায় এক জন্ম....

কেউ কারো জন্য থেকে যায় এক জন্ম।
সকলেই সকলের জন্য নয়; তবু ভুল লোক
দরজায় টোকা দিয়ে ঢুকে পরে। সামলানোর
সময় পাওয়া যায় না। ভুল ঠিকানায় চলে যায়
ভালোবাসার চিঠি। আর ফেরত আসে না।

হীরে, সোনা-দানা থই থই করে...

হীরে, সোনা-দানা থই থই করে,
প্রাসাদ গড়েছি আজই।
যদি বল ভালোবাসি
তবে সব দিয়ে থুয়ে
সন্নাসী হতে রাজী।

তারা ভরা রাতের হালকা বাতাসে....

তারা ভরা রাতের হালকা বাতাসে
তোমাকে আমার পাশে চাইছি না।
এ পথ তোমায় আমায় এক সীমানায় বাঁধেনি।
তবুও ইচ্ছে হয়,
ইচ্ছে হয়...
আমার পুরোটুকু তোমাকে দেখিয়ে বলি-
এই দেখো,
“তোমার জন্য রইল আমার সব-
ভালোবাসার ছোট্ট পৃথিবী”

ঘাসের ডগাকে বলে রাতের শিশির...

ঘাসের ডগাকে বলে রাতের শিশির
আমরা দুজনে মিলে এসো বাঁধি নীড়
উত্তরে ঘাসের ডগা শিশিরকে বলে;
“গগনে উঠিলে সূর্য্য যাবে নাতো চলে?”

আজ ভুল করে কি যেন একটা দিলে আমায়...

আজ ভুল করে কি যেন একটা দিলে আমায়
উপহার কিছু নয়, তোমাকে কাছে নিতান্তই উচ্ছিষ্ট।
তোমারতো এমন ভুল করার কথা নয়!
তবু আনমনে অবহেলায় কেমন করে যেন ভুলবশত
আমার ভুলের মাত্রাটা বাড়িয়ে দিলে।
অথচ কি আশ্চর্য দেখ-
তোমার আবর্জনাই আমার ভেতরের জাদুঘরে
বহুকষ্টে আমদানী করা কোন কোটি টাকার সম্পদ।
কি জানি!

একদিন হয়ত এন্টিকস হয়ে যাবে সযত্নে,
মাঝে মাঝে শুধু বুকের সিন্দুক খুলে,
চোখের জল দিয়ে ছোঁব তোমার মিথ্যা ভালবাসা।
আর ভুল করে ভাববো...
এই ভুলে ভুল ছিল না কোন।।

অনেক ভাবনায় ভালো লাগায়, সত্য-মিথ্যায়...

অনেক ভাবনায় ভালো লাগায়, সত্য-মিথ্যায়,
অনেক আলো আর অনেক অন্ধকারময়তায়
বুকের ভেতর ঝড় উঠলো যেই,
খুব ভাবতে ইচ্ছে হলো আমার মতোই-
তুমিও ভাল নেই....।

ইচ্ছে করে ফুঁ দিয়ে মেঘগুলোকে ভাসিয়ে দেই...

ইচ্ছে করে ফুঁ দিয়ে মেঘগুলোকে ভাসিয়ে দেই।
টোকা মেরে পাহাড়গুলোকে নাড়িয়ে দেই।
আঙ্গুল দিয়ে আকাশটা ছুঁয়ে দেই।
ইচ্ছে করে হৃদয় দিয়ে তোমাকে আমার মাঝে
একাকার করে দেই।।

শরীর জুড়ে আমার শুধু ভালবাসার গন্ধ...

শরীর জুড়ে আমার শুধু ভালবাসার গন্ধ
কেউ বা তাকে ভাল বলে কেউবা বলে মন্দ।
আকাশে মেঘ, হৃদয়ে ঝড়
যতই চলে দ্বন্দ্ব,
তুমি ঠিকই জানো, আমি
ভালবাসায় অন্ধ।

কেন ভালবাসি, কেন কষ্ট পাই?

কেন ভালবাসি, কেন কষ্ট পাই?
তুমিও যেমন জানো, আমিও তো তাই।
তবুও ভালবাসি, তবুও ভেজে চোখ
এভাবেই ভালবাসা, এভাবেই শোখ।

একদিন দিয়েছিলে যেই ভালবাসা....

একদিন দিয়েছিলে যেই ভালবাসা
ভুলে গেছ আজ তার ভাষা।
জানি্ আমি তাই
আমিও ভুলিয়া যেতে চাই।

আমারে যে ভালবাসিয়াছে...

আমারে যে ভালবাসিয়াছে,
আসিয়াছে কাছে।
উপেক্ষা সে করিয়াছে আমারে
ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে-
ভালবেসে তারে।

তুমি জানতে চেয়েছ আমি তোমাকে ভালবাসতে পারব কিনা....

তুমি জানতে চেয়েছ আমি তোমাকে ভালবাসতে পারব কিনা?
হ্যা পারব। কিন্তু অন্য সবার মত নয়।
যেমন-অই দূর নীল আকাশ মনে হচ্ছে অইখানে মাটির সাথে
মিশে আছে; কিন্তু তুমি কিছুটা পথ এগিয়ে যাও দেখবে আরো দূরে।
যত দূরেই যাও তাদের দেখবে আরো দূরে। যত দূরেই যাও তাদের
মিল দেখতে পাবে না। কিন্তু তারা একে অপরের সাথে গভীর প্রেমে আবদ্ধ।
আমি তোমাকে এভাবেই ভালবাসব। কি? গ্রহণ করতে পারছ না? জানতাম
তুমি মেনে নিবে না। কি করব বল- আমি এরকমই; তাইতো কাউকে ভালবাসি না।



ঝর্ণা

এক জীবনের অর্থ আসলে কি....?

এক জীবনের অর্থ আসলে কি?
এক জীবনে এত কষ্ট পায় কেন মানুষ?
সম্পর্কের হাতুড়ি যদি মানুষের বুক ভেঙ্গে চুরমার
করে দেয়, তবে-
এই সম্পর্কেই মানুষ জেনে শুনে আক্রান্ত হয় কেন?
যে এত কাছে, যে ঘুমিয়ে থাকে বুকে
তাকে হারানোর তীব্র কষ্ট থাকে কেন তাহলে?

বেচে খাকতে হলে ঝুকি নিতে হয়...

বেচে খাকতে হলে ঝুকি নিতে হয়।
কিন্তু কতটুকু ঝুকি নেওয়া যায় সেটা কিন্তু
তোমাকেই চিন্তা ভাবনা করে ঠিক করতে হবে।

আমি তোমার কাছে যাইনা...

আমি তোমার কাছে যাইনা;
এই ভয়ে যদি দূরে ঠেলে দাও।
আমি তো্মার দূরে যাইনা
এই আশায় যদি কাছে ডেকে নাও।

মানুষের ভেতর যারা আপনজন, তাদের ভেতরে একটা...

মানুষের ভেতর যারা আপনজন, তাদের ভেতরে একটা
সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে বিশ্বাসের সম্পর্ক।
একজন মানুষ অন্য মানুষের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক নষ্ট করে না,
নষ্ট করতে চায় না।

আমি আবার যেতে চাই তোমার সাথে....

আমি আবার যেতে চাই তোমার সাথে।
দূর সেই বনের মাঝে হাত রেখে হাতে।
চাঁদ হবে আমাদের পথের আলো।
জান কি তুমি তোমায় আমি বেসেছি ভাল।

যখন সব কোলাহল থেমে যাবে, আধারে ডুবে যাবে পৃথিবী...

যখন সব কোলাহল থেমে যাবে, আধারে ডুবে যাবে পৃথিবী
তারারা মিটিমিটি আলো হয়ে জ্বলবে আকাশে;
সেই রাতে আমি হাত বাড়িয়ে ডাকব তোমায়;
তুমি ঘুমিয়ে পড়না। আমি আসব।

সুন্দরী আমি তাদেরকে বলি যাদের মন সুন্দর...

সুন্দরী আমি তাদেরকে বলি যাদের মন সুন্দর।
আর যাদের মন সুন্দর তারা ধোকা দিতে জানেনা।

তোমার আমার দেহ দুটো ঢেকে দিয়ে চাদরে...

তোমার আমার দেহ দুটো ঢেকে দিয়ে চাদরে;
রাঙিয়ে আমি ফেলব তোমায় ভালবাসার চাদরে।

সকালের শিশির ভেজা স্পর্শে ভেবো আমায়...

সকালের শিশির ভেজা স্পর্শে ভেবো আমায়;
দুপুরের বৃক্ষ তলায় ভেবো আমায়;
বিকালের নিভু নিভু আলোয় ভেবো আমায়;
রাতের জাগা প্রহরেও ভেবো আমায়;
কারন আমিও যে ভাবি তোমায়।

অস্তিত্বের বাধনটুকু যখন দিক বিহিন আঘাতে চুরমার....

অস্তিত্বের বাধনটুকু যখন দিক বিহিন আঘাতে চুরমার,
তখন আলোক বাতি জ্বালার পরশ বুলাও তুমি।
মাঝে মধ্যে তাই বলতে ইচ্ছা করে “আমি তোমাকে ভালবাসি।’’

মনে পড়ে যায় যখনি তোমায়...

মনে পড়ে যায় যখনি তোমায়,
স্মৃতিরা কাদায় কেবলি আমায়।
দু’চোখে আমার স্বপ্ন যে হাজার
যেদিকে তাকাই তোমাকে খুজে পাই।
পাথরের হৃদয় ছিল কি আমার?
বুঝিনিতো কেন বুঝনি আমায়!

স্বপ্নীল ঘুমের শেষে চোখ পিটপিট করে দেখো...

স্বপ্নীল ঘুমের শেষে চোখ পিটপিট করে দেখো
আমার এই ভালোবাসা।
যদি এক্ষনি আমাকে তোমার রাজত্বে দেখো
তবে বুঝে নিও তোমার হৃদয়ের কতটা গভীরে আমার বসবাস।

কিছু মেঘ একা, কিছু বৃষ্টি অশ্রু....

কিছু মেঘ একা, কিছু বৃষ্টি অশ্রু,
কিছু আলো অনন্ত, কিছু রাত নির্ঘুম,
কিছু আশা অপূর্ণ, কিছু সম্পর্ক অবিনশ্বর।

যদি অজানা মন খুজে আমায় ....

যদি অজানা মন খুজে আমায়
তাকাবে না তবু চোখ চলে যায় আমার পানে,
যদি সুখের ছবি আকতে গিয়ে না চাইতেই পাও আমাকে অজান্তে
তবে ভাব আবার আর একবার ভালবাস কি না আমাকে আমাকে...
ভোরের আলোয় চোখ বুজে ভালবাসা খুজতে গিয়ে
ঝাপসা চোখে তুমি তাকালে শত মুখের ভীড়ে আমায় পাবে
তবু ভাব আবার আর একবার ভালবাস কিনা আমাকে আমাকে...

যে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে ভালবাস...

যে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে ভালবাস।
কিন্তু যাকে তুমি ভালবাস তাকে কখনো কষ্ট দিও না।
এ পৃথিবীর কাছে তুমি হয়ত একজন মাত্র;
কিন্তু কারো কাছে তুমি পৃথিবী।

তোমাকে ভালোবেসে যদি অপরাধ করে থাকি.....

তোমাকে ভালোবেসে যদি অপরাধ করে থাকি
তবে ৩০২ ধারা মোতাবেক ফাসি দিয় না;
কারাদন্ড দিও। ১৪ শিকের মাঝে বসে প্রতিদিন
১৪ বার বলব-“আমি তোমাকে ভালবাসি।’’

রাত সব রাত নির্ঘূম সব রাত...

রাত সব রাত নির্ঘূম সব রাত।
কষ্ট দিয়ে শুরু প্রতিটি প্রভাত।
জলন্ত আগুন এই বুকে,
থাকো সুখে তুমি তুমি কত বল কাদাবে আমায়।
আলোহীন ভালো আছি বেচে আচি ধরণীতে,
অশ্রু যা ঝরেছে তা কি পাবে ফেরত দিতে?
Related Posts with Thumbnails